১৬টি বাম দলের ডাকা ভারত বনধকে সর্বাত্মক সফল বলে দাবি করল সিপিএম। আরএসএস বাদ দিয়ে দেশের প্রায় সব ক’টি শ্রমিক সংগঠন এই বনধে সামিল হয়েছে বলে দাবি করেন সিপিএম পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিম। সেলিম বলেন, বাজার বন্ধ ছিল, রেল বন্ধ ছিল, বাস কার্যত বসেনি, অফিসগুলো কার্যত শুনশান ছিল। আসলে কৃষকদের ডাকে মানুষ সাড়া দিয়েছেন।

আরও পড়ুন : রাজধানীর সীমানায় কৃষক বিক্ষোভে অশান্তি

আরও পড়ুন : দেশজুড়ে সাধারণ ধর্মঘট : মিশ্র প্রতিক্রিয়া উত্তরবঙ্গে
কোথাও কোথাও বাস ভাঙচুর হয়েছে অভিযোগ তোলা হলে সেলিম পাল্টা বলেন, আপনারাই তো বলেন, সিপিএমের শক্তি নেই। তাহলে এটা কী করে সম্ভব? বাম দলগুলির এই ভারত বনধে রাজ্য সরকার আর রাজ্য প্রশাসনের বিরোধিতা চরম ছিল বলে সেলিমের দাবি। এদিনের বনধে ব্যাঙ্ক এবং বিমাক্ষেত্রের অনেক প্রতিষ্ঠান জোর করে বন্ধ করারও অভিযোগ রয়েছে। বনধে দাবি ছিক ন্যয্য মূল্যে আলু, পেঁয়াজ সহ অন্য আনাজ ফিরিয়ে আনা, অসংগঠিত শ্রমিকদের নূন্যতম মজুরি, ব্যাঙ্ক-বিমা বেসরকারিকরণ ও ছাঁটাই বন্ধ করা, শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, চাকরির দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।


































































































































