মর্মান্তিক! পথ দুর্ঘটনায় মৃত্যু কোচবিহারের টিএমসিপি-র জেলা সভাপতির

0
1

বাতিস্তম্ভে গাড়ির ধাক্কা লেগে মৃত্যু হল তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি নরেন দত্তের। মঙ্গলবার রাতে নিশিগঞ্জ থেকে কোচবিহারে যাওয়ার পথে তাঁদের গাড়িটি একটি বাতিস্তম্ভে ধাক্কা মারে। তার জেরে গাড়িটি উল্টে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। গাড়িতে তৃণমূল কর্মী শুভজিৎ রায় ও সম্রাট দত্তও ছিলেন। তাঁরাও আহত হয়েছেন। আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা গিয়ে সকলকে উদ্ধার করেন। তাঁদের সকলকে কোচবিহার এমজেএন হাসপাতালে নেওয়া হয়। সেখানে নরেনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি তৃণমূলের কোচবিহার জেলার মুখপাত্রও ছিলেন। তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নামে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্বও।

দলের ছাত্র নেতা দুর্ঘটনায় মৃত্যুর পরে শোক প্রকাশ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অনগ্রসর কল্যাণ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, রাজ্য বন উন্নয়ন নিগমের উদয়ন গুহ, দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, দলের যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ সব নেতারাই। দুপুরে মাথাভাঙায় তাঁর শেষকৃত্য।

আরও পড়ুন : বামেদের ধর্মঘটেও সামিল ব্যাঙ্ক কর্মচারী সংগঠন, অচল হওয়ার পথে দেশ