পিকেটিং নয়, ধর্মঘট সফল করতে মিছিলেই আস্থা বাম-কংগ্রেসের

0
1

বিধানসভা নির্বাচনের আগে বাম কংগ্রেসের শক্তি পরীক্ষার এবং প্রদর্শনের বড়দিন বৃহস্পতিবার। সেই কারণেই শ্রমিক ও কৃষক সংগঠনগুলির দেশ জুড়ে ডাকা ধর্মঘটকে সফল করতে জেলাতেও কোমর বেঁধেছেন দুই দলের কর্মীরাই। তবে তাদের বিশ্বাস মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটে সামিল হবেন। তাই ওই দিন পিকেটিং না করে, শান্তিপূর্ণ ভাবে জেলা জুড়ে সভা ও মিছিল হবে বলে জানানো হয়েছে।

জেলায় বাম ও কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলি যৌথ ভাবে একাধিক সভা করেছে। দুই দলের কর্মীরা নিজেদের পতাকা নিয়ে মিছিল করেছেন জেলার প্রায় ২৬টি ব্লকেই। বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্র সরকারের নীতির বিরোধিতা করে মানুষকে ধর্মঘটের সামিল হওয়ার আহবান জানাচ্ছেন তাঁরা। মানুষের কাছ থেকে সাড়াও পেয়েছেন বলে দাবি দু’পক্ষেরই।

এদিকে, এই বন্ধের দাবিকে সমর্থন জানালেও ধর্মঘটের রাস্তায় হাঁটবে না বলেই জানিয়েছেন শাসকদল তৃণমূল। উল্টো দিকে দুই শক্তি মিলিয়ে জেলায় বনধের ভালই প্রভাব পড়বে বলে আশা করছেন দুপক্ষই।