প্রয়াত ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনা, টুইটারে দুঃখ প্রকাশ সৌরভের

0
1

প্রয়াত দিয়েগো মারাদনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয় শেষ নিশ্বাস ত‍্যাগ করেন ফুটবলের রাজপুত্র।

কয়েকদিন আগে মাথায় অস্ত্রোপ্রচার হয় মারাদোনার। সেই সময় সুস্থ হয়ে বাড়িও ফেরেন তিনি। ১৯৬০ সালে ৩০ অক্টোবরে জন্ম গ্রহন করেন মারাদোনা। ১৯৭৭ সালে দেশের জার্সি গায়ে আত্মপ্রকাশ ঘটে ফুটবল রাজপুত্রে। দেশের হয় ৯১ ম‍্যাচে ৩৪ গোল করেন মারাদোনা। ৮৬ বিশ্বকাপে তাঁর হাত ধরেই বিশ্বকাপ জেতে আর্জেন্তিনা। শুধু দেশ নয়, ক্লাবস্তরেও সাফল‍্যে পালক রয়েছে তাঁর মুকুটে। বোকা জুনিয়ারস, বার্সেলোনা, নেপোলিতে খেলেন ফুটবলের এই রাজপুত্র।

মারাদোনার প্রয়ানে শোকস্তব্ধ গোটা বিশ্ব। টুইট করে দুঃখ প্রকাশ সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

 

আরও পড়ুন- ধর্মঘট সফল করতে অল-আউট ঝাঁপাচ্ছে বামেরা, দেখুন দিনভর কর্মসূচি