রামনগরে দলীয় সমাবেশ থেকে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় একাধিকবার “ভাইপো” শব্দটি ব্যবহার করেছিলেন। তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে আসরে নামেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ।
কৈলাসকে চ্যালেঞ্জ ছুঁড়ে কুণাল বলেন, “ক্ষমতা থাকলে কে ভাইপো সেই নামটা প্রকাশ্যে আনুন। ব্যক্তি কুৎসা করবেন না। রাজনৈতিক লড়াই করুন। অমিত শাহের ছেলেও তো সম্পর্কে আপনার ভাইপো”
এবার জয়নগরের সমাবেশে একটিবারও “ভাইপো” শব্দটি উচ্চারণ করলেন না কৈলাস বিজয়বর্গীয়। বরং, এদিন কীর্তন করতেই বেশি ব্যস্ত ছিলেন তিনি!
কুণালের চ্যালেঞ্জ প্রসঙ্গ টেনে আনেন সাংবাদিকরা। কৈলাসকে প্রশ্ন করা হয়, ভাইপো কে? “সবাই জানে কে ভাইপো!” এটুকু বলেই প্রসঙ্গ এড়িয়ে যান কৈলাস!
রাজনৈতিক মহল বলছে, কুণালের চ্যালেঞ্জে পিছু হটলেন বিজেপির এই “বহিরাগত” নেতা!
আরও পড়ুন-কড়া নজরদারিতে চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন






























































































































