“একসঙ্গে কাজ করতে হবে”- কীসের বার্তা শুভেন্দুর

0
3

খেজুরিতে পদযাত্রার পরে, পথসভায় ‘একসঙ্গে’ কাজ করার ডাক শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পদযাত্রা করেন শুভেন্দু। মিছিল শেষে পথসভায় স্বল্প ভাষণে তিনি বলেন, “‘হার্মাদ’দের হটিয়ে খেজুরিতে ‘স্বাধীনতা’ এসেছিল”। সেই দিনটা পালনের জন্য প্রতিবার সেখানে যান তিনি। এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন : আজ ফের শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসছেন সাংসদ সৌগত রায়

এদিন, বেলা সাড়ে ১১টা নাগাদ পদযাত্রা শুরু হয়। ছিলেন খেজুরির তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল ও কাঁথি দক্ষিণের তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি। এলাকায় ছোলা-বাতাসা বিতরণ করেন শুভেন্দুর অনুগামীরা। শুভেন্দু বলেন, “যে বাক-স্বাধীনতা আমরা পেয়েছি সেটা বজায় রাখার জন্য সব রকম চেষ্টা করতে হবে”।

প্রতিবছর শাসকদলের ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার পরিবহণমন্ত্রীর উদ্যোগে খেজুরির বাঁশগোড়া বাজার থেকে কামারদা পর্যন্ত পদযাত্রা হয়। খুব অল্প সময়ের মধ্যে এত মানুষকে একত্রিত করে পদযাত্রা করার আয়োজন করার জন্য ‘অনুগামীদের’ সাধুবাদ জানান শুভেন্দু। এদিন বক্তব্যের শেষে বন্দে মাতরাম বলেন শুভেন্দু। বলেন ‘জয় হিন্দ’ও। এর আগে নন্দীগ্রাম দিবসে তাঁর ‘ভারত মাতা জিন্দাবাদ’ বলা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল হয়। এদিন ফের বন্দে মাতরাম’ই শোনা যায় তাঁর মুখে। এখন একসঙ্গে কাজ করতে চেয়ে শুভেন্দু অধিকারী কী বার্তা দিতে চাইছেন সেই নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে।