জগদ্ধাত্রী পুজোর দশমীতে মঙ্গলবার সকাল থেকেই গঙ্গার ঘাটে চলছে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন। এবারে করোনার কারণে বন্ধ শোভাযাত্রা। তাই পুজো কমিটিগুলো শোভাযাত্রা ছাড়াই প্রতিমা নিরঞ্জন করছে। প্রতিমা নিরঞ্জনে সজাগ দৃষ্টি রাখছে চন্দননগর পুরনিগম ও চন্দননগর পুলিশ কমিশনারেট।

অন্যান্য বছর চন্দননগরের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা দেখতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভিড় জমান বহু মানুষ। কিন্তু এবার করোনা আবহে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। নেই শোভাযাত্রা। নেই আলোর কারুকার্য। তাই কিছুটা বিষাদ গ্রাস করেছে চন্দননগরের মানুষের মনে।জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই ঘাটগুলিতে সজাগ দৃষ্টি রেখেছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা।
গঙ্গায় প্রতিমা ভাসানের সঙ্গে সঙ্গেই পুরনিগমের পক্ষ থেকে তৎপরতায় তুলে ফেলা হচ্ছে কাঠামো।
আরও পড়ুন-এবার কালিম্পঙে রাজ্যপালের প্রেস কনফারেন্স নিয়ে জল্পনা
 
 
 
 





























































































































