লক্ষ্য একুশের ভোট। সেই লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা আসবেন প্রতি মাসে। এবার ডিসেম্বরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভোটের হাওয়া তুলতে ডিসেম্বরে বিজেপি যুব মোর্চার কর্মসূচিতে আসবেন মোদি। দিনটি এখনও স্থির হয়নি। তবে ১২ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে কোনও একটি দিনে আসবেন। এর মাঝেই তৃণমূলের পাল্টা কর্মসূচি ‘দুয়ারে দুয়ারে বিজেপি’ করতে নামছে। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবেই প্রধানমন্ত্রী আসবেন। দুটি সভা করতে পারেন প্রধানমন্ত্রী। আলোচনার মাধ্যমে দিন স্থির করবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
আরও পড়ুন- নিরাপত্তার স্বার্থে আরও ৪৩ টি মোবাইল অ্যাপ ব্লক করল কেন্দ্র


































































































































