অত্যাধুনিক ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষায় সাফল্যের মুখ দেখল ভারত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই পরীক্ষা করা হয়েছে। এটি লক্ষ্যভেদ করতে সফল হয়েছে বলে জানানো হয়েছে।এর আগেই ওই ক্ষেপণাস্ত্রের একদফা পরীক্ষা হয়ে গিয়েছিল গতমাসে।
আরও পড়ুন-কৈলাসের রামনগরের “ভাইপো” উধাও জয়নগরে
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডি আর ডি ও এই পরীক্ষাটি করেছে। একটি দ্বীপ থেকে এটি ছোঁড়া হলে সেটি অন্য দ্বীপে থাকা লক্ষ্যবস্তুকে গিয়ে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম ।
এর আগে ১৮ অক্টোবর আরব সাগরে ভারতীয় নৌসেনার অত্যাধুনিক রণতরী বা স্টেলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে লক্ষ্যে আঘাত করে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি। ব্রহ্মস ঘণ্টায় ৩৭০০ কিলোমিটার বেগে ছুটে গিয়ে আঘাত করতে পারে লক্ষ্যবস্তুতে। এই ক্ষেপণাস্ত্রের নিশানা নিখুঁত। ২০০৬ সালে স্থলসেনা ও নৌসেনার অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয় এটি। প্রাথমিকভাবে এর মারণ ক্ষমতা ২৯০ কিলোমিটার থাকলেও এখন তা ৪০০ কিমি দূরেও গিয়ে লক্ষ্যভেদ করতে সক্ষম বলে জানা গিয়েছে।
ভারত ও রাশিয়া যৌথভাবে ব্রহ্মস তৈরি করে ফেলার পর বিশ্বের সমর বিশেষজ্ঞদের নজর কেড়েছে এই ক্রুজ মিসাইল।

































































































































