এনামুলের কোভিড রিপোর্ট ফের পজিটিভ, সন্দেহ প্রকাশ করল সিবিআই: সূত্র

0
3

করোনা হওয়ায় গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুলের জেরা পর্ব পিছিয়ে গিয়েছিল। নতুন করে ফের তার কোভিড-১৯ টেস্ট করা হয়। এবারও এনামুলের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সেই রিপোর্ট আজ, মঙ্গলবার এনামুল সিবিআইকে পাঠায়।

আরও পড়ুন : কোভিড পজিটিভ গরু পাচার চক্রের এনামুল, ১৪ দিন পর হাজিরার নির্দেশ সিবিআইয়ের

সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার এনামুলের করোনা রিপোর্ট নিয়ে ঘোর সন্দেহ প্রকাশ করেছে। তারা তা কোনও মতেই মানতে রাজি নয়। তাই আজই সরকারি কোনও কেন্দ্র থেকে ফের হবে তাঁর কোভিড টেস্ট।

আরও পড়ুন : করোনা সংক্রমণের প্রমাণ নেই, নির্দেশ মেনে সিবিআই দফতরে এনামুল

জানা যাচ্ছে, এনামুলের এই রিপোর্ট নেগেটিভ এলেই নিজাম প্যালেসে সিবিআই দফতরে নিয়ে যাওয়া হবে। এবং সতীশের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করবে সিবিআই।