ছোটদের নিয়ে কর্মশালার আয়োজন ‘অশোক নগর নাট্যমুখ’এর

0
1

ছোটদের নিয়ে অশোকনগর নাট্যমুখ কর্মকাণ্ড শুরু করেছিল নাট্যদল শুরুর দিন থেকেই। শিশু দিবসকে কেন্দ্র করে ছোটদের নিয়ে একটি কর্মশালা আয়োজন করলো অশোক নগর নাট্যমুখ। আয়োজক নাট্যমুখের কর্ণধার অভি চক্রবর্তী এবং নাট্যমুখের প্রতিষ্ঠা সদস্যা সংগীতা চক্রবর্তী , অভীক ভট্টাচার্য এবং প্রাবন্ধিক কৌশিক মজুমদার। চল্লিশজন শিশু-কিশোর সমন্বয়ে শুরু হয় আর্ট এন্ড ক্র্যাফটের কর্মশালা। আসেন দেবসাহিত্য কুটিরের কর্ণধার রূপা মজুমদার। নাট্যমুখের সদস্যেরা মঞ্চস্থ করে সংগীতা চক্রবর্তীর নাট্যরূপ ও নির্দেশনায়, বিভূতি ভূষণ বন্দ্যোপধ্যায়ের গল্প অবলম্বনে নাটক ভৌতিক পালঙ্ক। একেবারে কানায় কানায় পূর্ণ ছিল প্রেক্ষাগৃহ।

দেব সাহিত্য কুটিরের কর্ণধার উচ্ছ্বসিতভাবে জানান, এত ছোটদের নিয়ে শহর থেকে দূরে বসে নাট্যমুখ এক ঐতিহাসিক কাজ করে চলেছে। এই একত্রে থেকে থিয়েটার করবার ভাবনা, “অমল আলো” নামক নতুন প্রেক্ষাগৃহ নির্মাণ এবং সারাদিনব্যাপী এমন মনোগ্রাহী আয়োজনের জন্য তিনি নির্দেশক অভি চক্রবর্তী সহ সমগ্র দলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন, সাহিত্যের প্রচার ও প্রসারে নাট্যমুখ যেন আরও সাহিত্যনির্ভর নাট্য তৈরি করে ভবিষ্যতে।

আরও পড়ুন-রক্তদানে ক্লাবকে সাহায্য, পাশে রোটারি