জোট মোটেই কাউকে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করেনি, স্পষ্ট জানালেন অধীর

0
9

বাম-কংগ্রেস জোটে মোটেই কাউকে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করে এগনোর সিদ্ধান্ত হয়নি। যাঁরা অধীর চৌধুরীর নাম বলছেন, তাঁরা নিজেদের উৎসাহে বলছেন। ২০১৬ সালের আসন সমঝোতার সময়েও কেউ কেউ সূর্যকান্ত মিশ্রর নাম প্রোজেক্টেড মুখ্যমন্ত্রী হিসাবে তোলার চেষ্টা করেছিলেন। তখনও এ নিয়ে কোনও আলোচনা হয়নি। সেটাও ছিল ব্যক্তিগত কারওর কারওর ইচ্ছা। সংযুক্তভাবে এসব কিছুই হয়নি। সোমবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেই সঙ্গে আসন সমঝোতা কোন ফর্মুলায় হবে, সে নিয়ে জটিলতার কথা উড়িয়ে দিয়ে বলেন, যে নিয়ে আলোচনাই হয়নি, সে নিয়ে জটিলতা কীভাবে হবে?

কেন ২০১৬-তে ভাল ফল হয়নি? তার ব্যাখ্যা দিতে গিয়ে অধীর বলেন, বলতে অসুবিধা নেই দু’দলের মধ্যে কোথাও একটা সংশয় ছিল। যার ছাপ পড়েছিল ভোট বাক্সে। কিন্তু এবার তা হবে না, নিশ্চিত করে বলা যায়। ভোটের এখনও অনেক দেরি। কবে ভোট সেটাই এখনও কমিশন জানায়নি। মানুষও পরিস্থিতি দেখে শিক্ষা নিচ্ছেন।

আরও পড়ুন:করোনার হানা মহাত্মা গান্ধীর পরিবারে, মৃত্যু গান্ধীজির পপৌত্রর

কিন্তু জোটের আসন সমঝোতার বৈঠক না হলেও অন্দরের খবর, সে নিয়ে প্রাথমিক কথা বার্তায় কিছু জটিলতা তৈরি হয়েছে। যে যার জেতা আসনে প্রার্থী দেবে, সে সিদ্ধান্ত হলেও হারা আসনের ভবিষ্যত কী হবে, সে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শোনা যাচ্ছে কংগ্রেস নাকি ১২০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তাব দিয়েছে।