এবারের ভোটে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের দখল নিতে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়মমত, জানুয়ারিতেই জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করতে হবে তাঁকে। তা সত্ত্বেও দমে যাওয়ার পাত্র নন ট্রাম্প। তাঁর সামনে ফের আর একবার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ রয়েছে। তাই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের সূত্রে এই খবর উঠে এসেছে। জানা যাচ্ছে, জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার সময়ই পরবর্তী কর্মসূচি হিসেবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা করবেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তারপরেও ধারাবাহিকভাবে নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকার করছেন তিনি । তবে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণাটি ট্রাম্প সম্ভবত করবেন চলতি বছরের শেষের দিকে। এই বিষয়ে ট্রাম্প তাঁর উপদেষ্টাদের সঙ্গে এখন আলোচনা করছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর রাজনীতি ও মিডিয়ায় নিজের সক্রিয় উপস্থিতি বজায় রাখার পাশাপাশি নিজের জনপ্রিয়তা বাড়িয়ে ভোটে জিতে হোয়াইট হাউসে ফেরাই ট্রাম্পের পরিকল্পনা।
ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু ক্রিস্টোফার রুডি জানিয়েছেন, ট্রাম্প অবশ্যই রাজনীতি ও মিডিয়ায় নিজের অবস্থান ও গুরুত্ব ধরে রাখবেন। পারিবারিক ব্যবসা-বাণিজ্য তো আছেই, তার সাথে আরও নতুন কিছু তৈরি করবেন ট্রাম্প। নিজের গুরুত্ব ধরে রাখতে একটি মিডিয়া হাউস খোলারও পরিকল্পনা করছেন তিনি।