নারদা কাণ্ডে ফের গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডায়রক্টরেট বা ইডি। সোমবার নোটিশ পাঠানো হলো তিন জনকে। নোটিশ পাঠানো হয়েছে ফিরহাদ হাকিম, প্রসূন ব্যানার্জি ও মদন মিত্রকে। তাঁদের সম্পত্তির সমস্ত হিসাব চেয়ে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। 
এর আগে শোভনপত্নী রত্না চট্টোপাধ্যায়, মুকুল রায় সহ আরও কয়েকজনের সম্পত্তির হিসাব দাখিল করতে বলা হয় ইডির তরফে। মুকুল রায় অবশ্য নোটিশ পাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর গল ব্লাডার অস্ত্রোপচার হয়েছে। তাঁর স্ত্রীর হিসাব তিনি দাখিল করলেও আরও বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছে ইডি।

































































































































