কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতি ও সংসদকে এড়িয়ে কৃষি বিল পাশ করিয়ে নেওয়া, শ্রমিক বিরোধী বিল বাতিল, রাষ্ট্রয়ত্ব সংস্থা বেসরকারিকরণের প্রচেষ্টার বিরুদ্ধে ১৬ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে আগামী ২৬ নভেম্বর সারা ভারত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ওই ধর্মঘটের সমর্থনে সোমবার কলকাতায় মহামিছিলে সামিল হয়েছিল বাম, কংগ্রেসের যৌথ নেতৃত্ব।
ধর্মতলার লেনিন মূর্তি থেকে হেদুয়া পর্যন্ত মিছিলের পুরভাগে ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য সহ বাম কংগ্রেসের প্রথম সারির নেতা নেত্রীরা।
এই মিছিল থেকেই নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় বাম কংগ্রেস কর্মী সমর্থকরা।
মিছিলের শুরুতেই ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, ২৬ তারিখের ধর্মঘটে দেশের অধিকাংশ শ্রমিক, কৃষক ও কর্মচারী ইউনিয়ন সমর্থন জানালেও বিজেপি ও তৃণমূলের শ্রমিক সংগঠন অংশ নেয়নি। কেন্দ্রের নয়া শ্রমিক ও কৃষি আইনের বিরুদ্ধে এই ধর্মঘট। ওইদিন রাজ্য সরকারের ভূমিকা আরও একবার প্রমাণ করবে তৃণমূল ও বিজেপি তলায়-তলায় আঁতাঁত করে আছে।































































































































