লেকগার্ডেন্স ফাল্গুনী সংঘের একদল তরুণ একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল। কলকাতার রোটারি ক্লাবস রেনেসাঁস এবং কলকাতা মার্লিনের সঙ্গে একজোট হয়ে। এই রক্তদান শিবিরটি চালু করতে রোটারি ক্লাব কিছু টাকা অনুদান দিয়ে সাহায্য করেছিল। ক্লাবটি একটি লাইব্রেরি রক্ষণাবেক্ষণ করে। নিয়মিত ফুটবল কোচিং দেয়। এছাড়াও তারা করোনা পরিস্থিতিতে ৪ মাস গরিব লোকদের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করেছিল।
প্রায় ২০০ দাতারা প্রতি বছর রক্ত দান করে। তবে মহামারি সংক্রান্ত নিয়মের কারণে আমরা এটিকে সর্বোচ্চ ৬০ -এর মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক সৌগত রায়, রোটারিয়ান্স, দেব সাহিত্য কুটিরের কর্ণধার রূপা মজুমদার। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-জোট মোটেই কাউকে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করেনি, স্পষ্ট জানালেন অধীর