বিজেপির বিজয়া সম্মিলনীর মেনুতেও লুচি-আলুরদমের পাশাপাশি রসগোল্লা আর নাড়ুর রমরমা। এরই সঙ্গে ছিল সরপুরিয়া। ছিল নিমকি, চানাচুর, চায়ের ব্যবস্থাও।
বিজেপির সাংস্কৃতিক সেলের তরফে এই বিজয়া সম্মিলনীতে রবিবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গ থেকে বহু লোক বাইরে কাজ করতে যান। অথচ বাইরের লোক বলে অন্য লোককে আটকানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী । আজ সমস্ত বাঙালিকে যদি বাইরের লোক বলে অন্য রাজগুলি ফেরত পাঠায়, দিদিমণি কি চাকরি দেবেন!”
এদিনের অনুষ্ঠানে মূলত জনসংযোগ বাড়ানোর ওপরই জোর দেন রাজ্য সভাপতি । এমনকি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকেও খোঁচা দিতে ছাড়েননি তিনি । বহিরাগত ইস্যুকে সামনে রেখে শাসকদলের বক্তব্যকে কটাক্ষ করতে গিয়ে তিনি রাজ্যের ব্রান্ড অ্যাম্বাসডার প্রসঙ্গ উত্থাপন করেন । এমনকি কটাক্ষ করে শাহরুখ খান কী বহিরাগত নয়, সেই প্রশ্ন তোলেন তিনি ।
































































































































