মঙ্গলবার বিকেলে কোভিড ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক। ভার্চুয়াল এই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই কারণে বাঁকুড়া সফর এগিয়ে আনলেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে তাঁর বাঁকুড়া সফর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কারণে রবিবারই তিনি বাঁকুড়ায় যাচ্ছেন। সেখানে প্রশাসনিক বৈঠক ও সভা করবেন। বেশ কয়েকটি সরকারি কর্মসূচিও সারবেন। ভোটের মুখে তাঁর সফর নিয়ে এলাকায় চাঞ্চল্য এবং আগ্রহ।



































































































































