বেশ তাড়াতাড়ি বেড়ে উঠছে টলিউডের জনপ্রিয় স্টারকিড। তার বয়ম মাত্র ২ মাস, ইতিমধ্যেই উপুড় হতে শিখে গিয়েছে সে! ইউভানের এই মিষ্টি ছবিতে মজেছেন ‘রাজশ্রী’-র ভক্তরা।

গায়ে লাল-সাদা স্ট্রাইপড বেবি টি-শার্ট। হাতের ছোট্ট মুঠি মোড়া সাদা গ্লাভসে। মাথা ভর্তি চুল পরিপাটি করে আঁচড়ানো। ‘লিটল বয়’ ইউভান উপুড় হয়ে তাকিয়ে দিদি সৃষ্টি পাণ্ডের দিকে! বয়সের বিস্তর ফারাক হলেও দিদির সঙ্গে খেলায় বেশ মেতেছে সে। দিদির কোলে উঠেও একটুও কাঁদেনা সে।
আরও পড়ুন : ইউভান ও শুভশ্রীর “ডে আউট”, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

১২ নভেম্বর, ২ মাস পূর্ণ করল পরিচালক রাজ চক্রবর্তীর ছেলে। অবশ্য এখন ইউভানের আলাদা করে পরিচয় প্রয়োজন হয়না। তার জনপ্রিয়তা এতটাই, যে এক ডাকেই সবাই চেনে। তাকে নিয়েই আগামীর স্বপ্ন দেখছেন টলিউডের এই হেভিওয়েট দম্পতি।

আরও পড়ুন : বিয়ে করতে চলেছেন টলিগঞ্জের মোস্ট এলিজিবল ব্যাচেলর, পাত্রী কে জানেন?
ছেলেকে নিয়ে ইনস্টাগ্রামে শুভশ্রীর থেকেও বেশি ছবি পোস্ট করেন বাবা রাজ চক্রবর্তী। কখনও তিনি ছেলেকে কলকাতা চেনান। কখনও বাবার সঙ্গে খুনসুটিতে মাতে ইউভান। ছেলেকে নিয়ে বেশ সময় কেটে যায় রাজের। একটি সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, ” সকালবেলা বেশ কয়েক ঘণ্টা ইউভানকে সামলানোর দায়িত্ব আমার। সেইসময় আমি ওকে বিভিন্ন গল্প বলি। তখন ও ঠিক যেন আমার সঙ্গে কথা বলে। আমি ওকে সমস্ত রকম গল্প শোনাই। গাঁধীজির গল্পও।’

সেই সব মুহূর্তের ছবি কখনও রাজ, আবার কখনও শুভশ্রী পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ইউভানের ছবি বেশ খুশি মনেই উপভোগ করেন নেটাগরিকেরা।


































































































































