মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো নিয়োগপত্র মিলেছিল আগেই। এবার চাকরিতে যোগ দিলেন হাতির হানায় মৃত পরিবারের সদস্যরা। হাতির হানায় মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। দেড় মাসের মধ্যেই শুরু হয়ে গেল নিয়োগ। ২০ নভেম্বর বিবৃতি জারি করে জানানো হয়েছে, বন দফতরের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথম দফায় ৪৩৪ জনের নাম মিলেছে। ৪৩৪জনকে হোমগার্ডের চাকরি দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে জলপাইগুড়ি থেকে। জেলার ৯৬ জন চাকরি পাচ্ছেন।

৬ অক্টোবর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, হাতির আক্রমণ বেশিরভাগই হয় ঝাড়গ্রাম-সহ মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে। উত্তরবঙ্গেও এই ধরনের ঘটনা ঘটে। সেই কারণে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, হাতির আক্রমণে কেউ মারা গেলে পরিবারের এক সদস্যকে স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়া হবে। আড়াই লক্ষ টাকা করে পায় পরিবার। এবার চাকরিও দেওয়া হবে।
আরও পড়ুন : বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সভায় রেকর্ড ভিড়ের প্রস্তুতি তৃণমূল শিবিরে

































































































































