শিলিগুড়িতে শুভেন্দুর ছবির সঙ্গে ইনি কে?

0
3

শুভেন্দু অধিকারীর নিজস্ব প্রচারের ছবির সঙ্গে শিলিগুড়িতে একজনকে দেখা গিয়েছে।

ইনি পিন্টু, উত্তরবঙ্গের বিশিষ্ট তৃণমূল নেতা ও মন্ত্রী গৌতম দেবের ছায়াসঙ্গী। সূত্রের খবর, এর আগে পিন্টু দক্ষিণবঙ্গে এসে শুভেন্দুর সঙ্গে দেখা করে গিয়েছেন। এখন জল্পনা হল এই যোগাযোগ একা পিন্টু রাখছেন নাকি এর মধ্যে গৌতম দেবের কোনো ভূমিকা আছে? গৌতমবাবুকে অবশ্য তৃণমূলের বিরুদ্ধে কিছু বলতে শোনা যায়নি। পিন্টু ওখানকার অতি সক্রিয় সংগঠক। গৌতম দেবের সৌজন্যে কার্যত সব মহলে পরিচিত।

আরও পড়ুন : ব্রাত্য থাকা দলের পুরোনো নেতাদের পুনর্বাসন দিলেন সোনিয়া