একের পর এক আইসিসির নিয়মের পরিবর্তন। দুবাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বৈঠকে বৃহস্পতিবার সিদ্ধান্ত হলো, ১৫ বছর না হলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা যাবে না। পুরুষ,মহিলা দুই ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য বয়সের কোনও সীমা নির্দিষ্ট ছিল না।
এই সিদ্ধান্তের মূল কারণ, ১৫ বছরের খেলোয়াড়দের শারীরিক চোট আঘাতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সারা পৃথিবীর আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ম কড়া ভাবে মেনে চলতে হবে।
তবে দ্বিতীয় পথও খোলা থাকছে। অসাধারণ প্রতিভাধর ব্যতিক্রমী কারওর বয়স ১৫ বছরের কম হলে তারজন্য সেই দেশের বোর্ডকে আইসিসির কাছে আবেদন করতে হবে। আইসিসি সেক্ষেত্রে দেখবে সেই খেলোয়াড়ের মানসিক গঠন, এবং খেলার অভিজ্ঞতা।
১৪ বছর ২২৭ দিনে পাকিস্তানের হাসান রাজা সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। ১৯৯৬ সালে তিনি প্রথম খেলেন। মাত্র ৭টি টেস্ট ও ১৬টি ওয়ান ডে খেলে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবন থেমে যায়। ভারতে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন শচীন তেন্ডুলকার, ১৬ বছর ২০৫ দিনে।
আরও পড়ুন- কৃত্রিম জলাশয়ে ছটপুজোর সুযোগ করে নজির গড়ল সন্তোষ মিত্র স্কোয়ার