নিরাপত্তার মধ্য দিয়ে হুগলিতে পালিত ছটপুজো

0
1
প্রতীকী ছবি

বিপুল উদ্দীপনার মধ্যে দিয়ে হুগলিতে পালিত হচ্ছে ছটপুজো। শুক্রবার বিকেল থেকে হুগলির বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা গঙ্গার ঘাটে অস্তগামী সূর্যের পুজো করেন।

রিষড়া পুরসভার পক্ষ থেকে পুরএলাকার বিভিন্ন ঘটে পুণ্যার্থীদের জন্য সব ব্যবস্থা করা হয়। গঙ্গাবক্ষে বেশ কয়েকটি লঞ্চে ডুবুরিদের নিয়ে পরিক্রমা করেন রিষড়া পুরসভার মুখ্য প্রশাসক বিজয়সাগর মিশ্র, উপমুখ্য প্রশাসককে জাহিদ হাসান খান, পুরসভার কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী, তাপস সরখেল, শীতল ঘটক, শুভজিৎ সরকার, কৌশিক মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা।

আরও পড়ুন- সুজাপুরে বিস্ফোরণস্থলে ঢুকতে বাধা বিজেপিকে