নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন জাতীয় ছুটি ঘোষণার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ে এই আবেদনকে সমর্থন করেছেন নেতাজি পরিবারেই এক সদস্য ও বিজেপি নেতা চন্দ্র বসু। নেতাজি পরিবারের এই সদস্যের মতে, ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার মুখ্যমন্ত্রীর এই দাবির প্রতি তাঁর পূর্ণ সমর্থন আছে। কিন্তু ছুটির পাশাপাশি এই দিনটিকে জাতীয়তাবাদী দিবস হিসেবে ঘোষণা করার দাবিও জানান তিনি।

গত লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ থেকে প্রার্থী হয়েছিলেন চন্দ্র বসু। তবে, ইদানীং বিজেপির মূল মঞ্চ থেকে তাঁর দূরত্ব বেড়েছে বলে দলীয় সূত্রে খবর। বিজেপির কেন্দ্রীয় নেতাদের ঘন ঘন বাংলায় আনাগোনার সময়ও তাঁকে খুব একটা বৃত্তের মধ্যে দেখা যায় না। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে তাঁর সমর্থন ইঙ্গিতবহ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন:“নো ইন্দিরা, নো কংগ্রেস”, প্রাক্তন প্ৰধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে “গরিবি হটাও” ডাক রোহনের



































































































































