হাসিনা-মোদি বৈঠকে তিস্তা নিয়ে কোনও ম্যাজিক থাকবে না: বিদেশমন্ত্রী

খায়রুল আলম , ঢাকা

0
2

তিস্তা নিয়ে হঠাৎ করে কোনও চমক বা ম্যাজিক থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন।  তিস্তার বিষয়ে মি. মোমেন বলেন, ‘এখানে কোনও ম্যাজিক থাকবে না। হঠাৎ করে এটি সই হবে, এটি আমরা মনে করি না। তবে যেটা হবে তিস্তাটা মোটামুটি রেডি হয়ে আছে। আপনারা জানেন, এর চুক্তি সম্মত হয়ে আছে। কিন্তু সই হয়নি। ভারত সরকার কখনও বলেনি যে, এটি তারা সই করবে না। তারা যেটা বলছে—তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সই করতে পারছে না। এটি ওই পর্যায়ে আছে। নতুন কোনও অগ্রগতি হয়নি।’
নদী বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি আগামী মাসে ভারতে যাবে এবং আলাপ করবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাকি সাতটি নদীর বিষয়ে একটি কাঠামো নিয়ে আলোচনা হবে।’


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়ে মি.মোমেন আরা জানান, ‘সম্ভবত হতে পারে ১৭ ডিসেম্বর। এখনও তারিখ ঠিক হয়নি। আমাদের বিদেশ সচিব ভারতে যাবেন আগামী মাসে। তখন তারিখ ঠিক হবে।’

চারটি সমঝোতা স্মারক সই হতে পারে এবং বিদেশ সচিবের সফরের সময়ে এটি ঠিক হবে জানিয়ে তিনি বলেন, ‘এটি প্রধানত আমাদের সম্পর্ককে চাঙ্গা করা। ১৬ ডিসেম্বর যেমন আমাদের অর্জন, তেমনই ভারতেরও অর্জন।’

আরও পড়ুন- এবার সরকার নির্ধারণ করবে বেসরকারি হাসপাতালের ‘ফি’