লস্কর জঙ্গি হাফিজ সইদের ১০ বছর জেল পাক আদালতে

0
1

২৬/১১ মুম্বই বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী হাফিজ সইদকে দুটি ভিন্ন নাশকতার মামলায় সব মিলিয়ে ১০ বছরের বেশি মেয়াদের কারাবাসের শাস্তি শোনাল পাক আদালত। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার পাণ্ডা হাফিজ সইদকে মুম্বই বিস্ফোরণ কাণ্ডে বিচারের জন্য হস্তান্তরের দাবি জানিয়ে বহুবার পাকিস্তানকে বলেছে ভারত। যথারীতি জঙ্গিদের মদতদাতা পাকিস্তান সরকার তাতে কর্ণপাত করেনি। রাষ্ট্রসংঘ ও আমেরিকাও এই হাফিজ সইদকে গ্লোবাল টেররিস্ট বা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। তার মাথার দাম ঘোষণা করা হয়েছে ১০ মিলিয়ন ডলার। তা সত্ত্বেও পাকিস্তানের মাটিতে বহাল তবিয়তে ভারত বিরোধী জিগির তোলার কাজ করে যাচ্ছে সে। মাঝে মাঝে কিছু মামলার সূত্রে হাফিজকে লোকদেখানো গ্রেফতারের নাটক করে পাক প্রশাসন। তারপর ছাড়াও পেয়ে যাবে। ফলে এবার পাকিস্তানের এক নিম্ন আদালতে ১০ বছরের জেল ঘোষণা হলেও পাক সরকারের মদতপুষ্ট এই জঙ্গির যে তেমন কিছুই হবে না, বলাই বাহুল্য।

আরও পড়ুন-করোনা বাধা হবে না বঙ্গ নির্বাচনে, ইঙ্গিত মুখ্য নির্বাচন কমিশনারের