সুজাপুরে বিস্ফোরণস্থল পরিদর্শন, আর্থিক সাহায্য প্রদান ফিরহাদের

0
1

মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদহে বিস্ফোরণে মৃতদের পরিবারের হাতে দিলেন ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার সকালে মালদহের সুজাপুর বাসস্ট্যান্ডের কাছে এক প্লাস্টিক কারখানায় আচমকা বিস্ফোরণ ঘটে। এদিন বিকেলেই ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। হেলিকপ্টারে তিনি কলকাতা থেকে মালদায় পৌঁছন। সোজা যান সুজাপুরের ঘটনাস্থলে। এলাকা ঘুরে তিনি সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি মালদহে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

বিস্ফোরণের ঘটনার তদন্ত জেলার পুলিশ সুপার নিজেই করছেন বলে জানান তিনি। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি সরাসরি খারিজ করে দেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন- মাস্ক না পরলে দিতে হবে ২০০০ টাকা জরিমানা, জানালেন মুখ্যমন্ত্রী

ঘটনাস্থল দেখার পরে সুজাপুরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। বিস্ফোরণের ঘটনায় মৃতদের পরিবারের প্রতিনিধিদের হাতে দু লক্ষ টাকা করে চেক প্রদান করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র ও পুলিশ সুপার অলোক রাজোরিয়া, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। পরে মালদা মেডিক্যাল কলেজ হাসাপতালে গিয়ে আহতদের দেখেন। তাঁর সঙ্গে জেলাশাসক, মৌসম বেনজির নূর ছাড়াও পুলিশ সুপার অলোক রাজোরিয়া এবং ইংরেজবাজার এর বিধায়ক নীহার রঞ্জন ঘোষ সহ অনেকে ছিলেন। পুরমন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সবরকম সহায়তার আশ্বাস দেন।

এদিন সকালে মালদায় প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়। জখম হন ৫ জন।

আরও পড়ুন- সংসদে বঙ্গবন্ধুর ভাষণের সম্পাদিত কপি সম্প্রচার: দায় চাপলো বেতারের ঘাড়ে