আগামী বছরের শুরুতেই ভারতে কোভিড ভ্যাকসিন: আশার বাণী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

0
1

কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও যথেষ্টই উদ্বেগের। বিশ্বের বিভিন্ন জায়গায় সংক্রমণের দ্বিতীয় ঢেউ এসেছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষ বর্ধন। সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি জানান, সামনের বছরের শুরুতেই ভারতে আসছে করোনার ভ্যাকসিন। জুন-জুলাই মাসের মধ্যে ২৫ থেকে ৩০ কোটি নাগরিককে কোভিডের ভ্যাকসিন দিয়ে দেওয়া সম্ভব হবে। তাঁর দাবি, সম্পূর্ণ দেশীয় প্রক্রিয়ায় তৈরি হবে এই টিকা।

একই সঙ্গে দিল্লিতে ফের সংক্রমণ ছড়ানো নিয়ে কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দিল্লিতে পর্যাপ্ত মাত্রায় টেস্টিং হচ্ছে না। দিল্লির করোনা পরিস্থিতির উপর আপ সরকার ঠিকমতো নজর দিচ্ছে না। তাঁর মতে, করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের তরফে দিল্লি সরকারকে যে অর্থ সাহায্য করা হয়েছে, সেই টাকা কোন খাতে কীভাবে খরচা হয়েছে, সেই হিসেব যদি রাজ্য সরকার দিতে পারে, তবেই প্রয়োজনে আরও সাহায্য করা হবে। দিল্লির অতিমারি পরিস্থিতি মোকাবিলায় এইমস-এর অবসরপ্রাপ্ত চিকিৎক ও নার্সদের নিয়োগ করা হচ্ছে বলেও জানিয়েছেন ড হর্ষ বর্ধন। তবে, দিল্লিতে ফের লকডাউন জারির সম্ভাবনার কথা খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন-মানবদেহে ৯৫ শতাংশ কার্যকরী, আগামী বছরেই আসবে টিকা, দাবি ফাইজারের