গরুদের সুরক্ষা ও গোসম্পদের উন্নয়নে আস্ত একটা মন্ত্রক তৈরি করছে মধ্যপ্রদেশের শিবরাজ সিং সরকার। বিজেপিশাসিত মধ্যপ্রদেশে তৈরি করা হয়েছে পৃথক ‘কাউ ক্যাবিনেট’। জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানান, কাউ ক্যাবিনেটের সঙ্গে পশুপালন, অরণ্য, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, রাজস্ব, কৃষি ও স্বরাষ্ট্র দফতরের সমন্বয় করা হবে। আগামী ২২ নভেম্বর বেলা ১২ টায় গোপাষ্টমীর দিন আগর মালওয়ার গো-অভয়ারণ্যে গোমন্ত্রকের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আদালতে বিচারপতি-আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক
এর আগে কংগ্রেসের কমল নাথ সরকার গোনিধন ও গরু পাচার রুখতে মধ্যপ্রদেশে কড়া আইন করে। এবার আরও এক ধাপ এগিয়ে গরুদের জন্য পৃথক মন্ত্রক ঘোষণা বিজেপি সরকারের। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, গেরুয়া শিবিরের হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম অনুষঙ্গ গরু বা ‘গোমাতা’। তাই ক্ষমতায় এসে গরুদের নামে আলাদা মন্ত্রক হবে, এতে আর আশ্চর্যের কী আছে?


































































































































