রবীন্দ্র সরোবরে দূষণের স্থায়ী সমাধান চেয়ে আবেদন ‘ঐক্য বাংলা’র

0
8

শুধু ছটপুজো এলেই রবীন্দ্র সরোবরের দূষণের বিষয়ে আলোচনা নয়, এবার এই দূষণের স্থায়ী সমাধান চাইছে স্বেচ্ছাসেবী সংগঠন। পরিবেশ আদালত থেকে শুরু করে পরিবেশ প্রেমী- সবাই রবীন্দ্র সরোবরে ছট পুজো বিরোধী। এই তালিকায় রয়েছে কিছু সংগঠনও। পরিবেশ আদালত রায়ে জানিয়ে দেয়, ছট সহ কোনো ধর্মীয় উৎসবই রবীন্দ্র সরোবরে পালন করা যাবে না। এই রায়ের বিরুদ্ধে কেএমডিএ হাইকোর্টে আবেদন করলেও একই রায় বহাল রাখা হয়েছে।

‘ঐক্য বাংলা’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে দূষণ রোধে জনসচেতনতা প্রচার করা হচ্ছে। আগে থেকেই এবার তারা চাইছেন এই বিষয়ে এক স্থায়ী সমাধান। সোশ্যাল মিডিয়ায় ও পথে নেমে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণের করছে এই সংগঠন।

সংগঠনের সাধারণ সম্পাদক সুলগ্না দাশগুপ্ত জানান, যাঁরা রবীন্দ্র সরোবরে ছটের বিরোধিতা করেছেন একটি আবেদন পত্রে নীচে তাঁদের সকলের সই সংগ্ৰহ করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রবীন্দ্র সরোবর সংলগ্ন অঞ্চলে সচেতনতামূলক লিফলেট বিলি করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও আদালতের নির্দেশ যথাযথ পালনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:কেন্দ্রের কাছে পৃথক সমবায় দফতরের দাবি জানালেন শুভেন্দু