ফের রক্তাক্ত পুলওয়ামা, জঙ্গিদের গ্রেনেড হামলায় আহত ১২

0
3

ফের একবার জঙ্গি হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। বুধবার জম্মু কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ছোড়া গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছেন ১২ জন সাধারণমানুষ। জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার উপত্যকায় মোতায়েন সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনীকে লক্ষ্য করে হামলার ছক কষেছিল জঙ্গিরা। পরিকল্পনামাফিক সেনা বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয় গ্রেনেড। তবে তাদের সেই হামলা লক্ষ্যভ্রষ্ট হয়। রাস্তার উপর জনবহুল স্থানে জঙ্গিদের ছোড়া গ্রেনেড ফেটে গুরুতর আহত হন ১২ জন সাধারণমানুষ। তড়িঘড়ি তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। এই হামলার পর গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এলাকায় নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। শীঘ্রই হামলাকারীদের খুঁজে বের করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে নিরাপত্তা বাহিনীর তরফে।

উল্লেখ্য, গত সপ্তাহেই পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় রক্তাক্ত হয়ে উঠেছিল উপত্যকা। সংঘর্ষ বিরোধী চুক্তি লংঘন করে গত শুক্রবার পাক সেনার ন্যাক্কারজনক হামলায় ভারতীয় সেনার ৪ জওয়ান ও ১ বিএসএফ জওয়ান। পাশাপাশি ৭ বছরের এক বালক সহ মৃত্যু হয় ৪ স্থানীয় বাসিন্দার। পাকিস্তানের পাল্টা জবাবে ভারতীয় সেনার হামলায় ৭ থেকে ৮জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-রাজধানীতে বাড়ছে সংক্রমণ, প্রশ্নের মুখে সংসদের শীতকালীন অধিবেশন