আরও একবার নৃশংসতার পরিচয় মিলল উত্তরপ্রদেশ থেকে। এবার সন্তানলাভের আশায় কুসংস্কারের বশে খুন করা হল ৭ বছরের মেয়েকে। বের করে নেওয়া হল যকৃত সহ দেহের আরও কিছু অংশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ অভিযুক্তকে।
উত্তরপ্রদেশের কানপুরের ঘটনা। সেখানকার একটি গ্রামে এক দম্পতির অনেকদিন আগে বিয়ে হলেও তাঁরা ছিলেন নিঃসন্তান। কুসংস্কারের বশে সন্তান লাভের আশায় খুন করল তার তাদেরই গ্রামের এক ৭ বছরের মেয়েকে। খুন করার জন্য দুই যুবককে ১০০০ টাকা দিল তারা। ওই যুবকরা শিশুটিকে খুন করে বের করল তার যকৃৎ।

পুলিশ জানিয়েছে, খুনের আগে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছিল অভিযুক্তরা। তারা মেয়েটির যকৃত ছাড়া বেশ কিছু দেহাংশও বের করে নিয়েছে। সেগুলো ঘটনাস্থলই পড়ে থাকতে দেখেছে পুলিশ। ঘটনায় চার অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দোষীদের বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। শিশুটির পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও কথাও জানিয়েছেন।
১৯৯৯ সালে বিয়ে হয়েছিল পরশুরামের। এখনও নিঃসন্তান তারা। তাই ভাইপো অনকূল এবং তার বন্ধু বীরনকে ওই শিশুর অপহরণের নির্দেশ দেয় পরশুরাম। এজন্য এক হাজার টাকাও দেয়। শনিবার শিশুটিকে অপহরণ করে দুই যুবক। মদ্যপ অবস্থায় তাকে ধর্ষণের চেষ্টা করে। এর পর খুন করে কাকার নির্দেশ মতো যকৃৎ বের করে আনে। সেই যকৃত নিয়ে যায় কাকার কাছে। দেহ ফেলে রাখে গ্রামে।
শিশুর পরিবার থানায় অভিযোগ করে। সন্দেহ হওয়ায় দুই যুবককে জেরা করে পুলিশ। তখনই দোষ কবুল করে তারা।
আরও পড়ুন-তৃণমূলের সঙ্গে জোট হলে ভালো, না হলে একাই লড়বো বাংলায়, জানালো AIMIM































































































































