পুরনো বচসার জেরে ধুন্ধুমার চিংড়িহাটায়। অভিযোগ, কালীপুজোর দিন চিংড়িহাটার শান্তিনগরের এক ক্লাবে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। তাদের টার্গেট এলাকার এক যুবক ছিলেন ফলে অভিযোগ। সেই সময়ে ওই যুবককে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচিয়ে দেন ক্লাবের সদস্যরা।
আরও পড়ুন : ফের করোনা শহিদ কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টর

স্থানীয়দের অভিযোগ, তার জেরেই রবিবার রাতে ক্লাবে ফের হামলা হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : সুন্দরবনে ৯০টি কুমির ছাড়ছে বন বিভাগ
বিধাননগর পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সর্দারের অনুগামীরা ক্লাবে ভাঙচুর ও মারধর করেছেন বলৃ অভিযোগ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর জানিয়েছেন, ঘটনার সঙ্গে তিনি বা তাঁর দলের কেউ জড়িত নন। বিধাননগর সাউথ থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।


































































































































