জাতীয় দলের নামি ক্রিকেটার তিনি। চলতি বছরের অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কথা ছিল তার। তবে করোনা পরিস্থিতি বাদ সেধেছে ক্রিকেটে। অতিমারি বিপর্যয়ের কারণে স্থগিত হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বর্তমান পরিস্থিতিতে নেই কোনও ক্রিকেট ম্যাচও। ফলস্বরূপ পেশাদার ক্রিকেটার হয়েও অর্থনৈতিক সংকটে পড়েছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার পল ভান মেকেরেন।সংসার চালাতে তাই বেছে নিয়েছেন ডেলিভারি বয়ের কাজ। টুইট করে সম্প্রতি নিজের এই দুর্দশাপূর্ণ পরিস্থিতির কথা তুলে ধরেছেন ক্রিকেটার মেকেরেন। পাশাপাশি কঠিন সময় হাসিমুখে থাকার কথাও বলেছেন তিনি।
করোনা সংক্রমণে কারণে মার্চ মাস থেকেই বন্ধ হয়ে গিয়েছে ক্রিকেট। তবে করা সুরক্ষা বিধি মেনে দুবাইতে আইপিএল অনুষ্ঠিত হলেও, চলতি মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কোনও ঝুঁকি নেয়নি আইসিসি। আথচ এই বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কথা ছিল একাধিক নয়া সদস্যর। নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া এবং ওমানের মত দেশগুলির। কিন্তু কোনও ম্যাচ না থাকায় অতিমারি এই সব দেশের ক্রিকেটারদের জীবনে বয়ে এনেছে দুর্দশা। তারই অন্যতম উদাহরণ পল ভান মেকেরেন। এই কঠিন সময়ে সংসার চালাতে ‘উবের ইটস’-এ খাবার ডেলিভারি বয়ের কাজ করছেন ওই ক্রিকেটার।
Should’ve been playing cricket today ?? now I’m delivering Uber eats to get through the winter months!! Funny how things change hahaha keep smiling people ? https://t.co/kwVEIo6We9
— Paul van Meekeren (@paulvanmeekeren) November 15, 2020
আরও পড়ুন:চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি ১৪টি দেশের, মোদির নীতিতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা
এদিন টুইট করে এই তথ্যই প্রকাশ্যে এনে ক্রিকেটার পল ভান মেকেরেন লেখেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে এখন হয়তো ক্রিকেট খেলতাম। কিন্তু শীতের মরশুমে সংসার চালাতে খাবার ডেলিভারি বয়ের কাজ করতে হচ্ছে আমাকে। এ পরিবর্তন নিঃসন্দেহে মজাদার। যাইহোক হাসতে থাকুন।’ একজন ক্রিকেটারের এহেন করুণ পরিস্থিতির কারণে অনেকেই সমবেদনা জানিয়েছেন মেকেরেনকে। পাশাপাশি বেঁচে থাকার লড়াইয়ে তাঁর এহেন লড়াকু মানসিকতাকে করেছেন বহু মানুষ।