সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের ভাইফোঁটা দিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা সদস্যরা। সোমবার মালদহের হবিবপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে পাহারায় থাকা জওয়ানদের ফোঁটা দেন টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। ছিলেন হবিবপুরের বিডিও হিসেবে পি প্রমথ। ভাইফোঁটা পেয়ে খুশি সীমান্তরক্ষী বাহিনীর ৪৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরাও।
আরও পড়ুন- চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি ১৪টি দেশের, মোদির নীতিতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা
প্রতি বছরই একটু অন্যরকম ভাবে ভাইফোঁটা উদয়াপনের চেষ্টা করেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যারা। এবার তাঁরা হবিবপুর ব্লক প্রশাসন ও বিসএফের সঙ্গে কথা বলার পরে ভাইফোঁটার বিষয়টি ঠিক করেন।

সংস্থার তরফে মামনি মণ্ডল, লাবণী সর্দার, স্নেহা মণ্ডল, রাধিকা সাহা, মন্দিরা মণ্ডলরা ভাইফোঁটার আয়োজন করেন। সংস্থার তরফে যাবতীয় সরঞ্জামের আয়োজন করা হয়। প্রথা মেনে ভাইফোঁটা দিয়ে মিষ্টিমুখ করানো হয়।
বিএসএপের সূত্রে জানানো হয়েছে, সীমান্ত পাহারায় থাকা জওয়ানরা অনেকেই ভাইফোঁটার সময়ে বাড়িতে যেতে না পারায় আক্ষেপ করেন। এবার অন্তত সেই আক্ষেপ তাঁদের করতে হয়নি। শুধু তাই নয়, এতে গ্রামবাসীদের সঙ্গে বিএসএফের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার রাস্তা মসৃণ হয়েছে বলেও অনেকে মনে করেন।
































































































































