আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে মহামারির আবহে প্রথম আইএসএল। প্রথম ম্যাচেই মাঠে নামবে এটিকে-মোহনবাগান। ২৭ তারিখ তাদের অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল। বর্তমানে সব দল গোয়াতে জৈব সুরক্ষা বলয়ে থেকে অনুশীলনে ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেই যখন সবুজ-মেরুন শিবিরে এল সুসংবাদ। এএফসির ক্লাব লাইসেন্সিংয়ে ইতিমধ্যেই পাশ করে গেছে এটিকে-মোহনবাগান।
যদিও লাল-হলুদ শিবির সহ বেশ কয়েকটি আইএসএলের ক্লাব শিবিরে এল দুঃসংবাদ।
এআইএফএফের মধ্যে দিয়ে ইতিমধ্যেই ২০২০-২১ সালের সেই এএফসির লাইসেন্স এবং জাতীয় লাইসেন্স পৌঁছে গেছে দলের কর্মকর্তাদের কাছে। ইস্টবেঙ্গল,ওড়িশা সহ একাধিক আইএসএল ক্লাব অবশ্য এই লাইসেন্সিং পরীক্ষায় পাশ করতে পারেনি।
এবছর অতিমারির কারনে লাইসেন্সিং পরীক্ষায় অনেকটাই ছাড় দিয়েছিল এএফসি। তার উপর শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের গাঁটছড়া বাধতে যে সময় অতিবাহিত হয়েছিল তা মাথায় রেখেও অনেকটাই ছাড় দেওয়া হয়েছিল। অনেক দেরি করেই এসসি ইস্টবেঙ্গলের তরফে কাগজপত্র পাঠানো হয়েছিল এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে। এর ফলে লাইসেন্সিং পরীক্ষায় ব্যর্থ হওয়া সমস্ত ক্লাবকে মুচলেকা দিতে হবে ২০২১ সালের মধ্যে তারা ক্লাব লাইসেন্সিংয়ের সব প্রক্রিয়া সম্পন্ন করবে। এই মুচলেকা পাওয়ার পরেই তারা খেলার সুযোগ পাবে বলে জানিয়েছে ফেডারেশন ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.