বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিবকে হত্যার হুমকি এক যুবকের

0
3

খায়রুল আলম (ঢাকা) : ফেসবুক লাইভে দা উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার তথা বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন এক যুবক। মহসিন তালুকদার নামে ওই যুবক সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে। রবিবার রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন তিনি। সাকিব সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার হুমকি দেন মহসিন। এসময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি। ভিডিওতে মহসিন নিজের পরিচয় দিয়ে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটে ঢাকা যাবেন।

এরপর ভোর ৬ টা ৪ মিনিটে আবারও ফেসবুক লাইভে হাজির হন মহসিন। এসময় রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান তিনি। মহসিন বলেন, কারো চাপে এই লাইভ ভিডিও করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভে এসেছেন তিনি। এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের সমকালকে বলেন, এটি মানহানিকর ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। মহসিন তালুকদার নামের যে ব্যক্তি সাকিব আল হাসানকে হুমকি দিয়েছেন তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। দুঃখ প্রকাশ করলেই সবকিছু শেষ হয়ে যায় না।

আরও পড়ুন-সুন্দরবনে ৯০টি কুমির ছাড়ছে বন বিভাগ