উনি আমার প্রথম ছবির প্রথম নায়ক। ফিল্মের সেটে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ‘সৌমিত্র কাকু’ বলে ডাকতাম। পরবর্তীকালে সৌমিত্র বলতাম। কিন্তু শ্রদ্ধাটা থেকে গিয়েছিল।
জুটি হিসেবে আমরা সফল ছিলাম কি না জানি না। তবে উনি একবার ঠাট্টা করে বলেছিলেন, তুই পরিচালক হলি আমাদের জুটিটা ভেঙে গেল। তবে আমরা যে ধারার ছবি করতাম, তাতে জুটি বেঁধে কাজ করাটা খুব একটা দরকার পড়ত না।
‘বহমান’ ছবির শুটিং চলাকালীন সৌমিত্র চট্টোপাধ্যায়কে একটি বই উপহার দিয়েছিলাম। বই পেয়ে খুব খুশি হয়েছিলেন ওই প্রবীণ অভিনেতা। আড়ালে পরিচালককে বলেছিলেন, মেয়েটা এখনও পড়াশোনা করে। এই জন্য ভালো লাগে।
মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে সেই স্মৃতিগুলিই ভিড় করছে। সেই সময়কার আর কেউই প্রায় রইল না।
আরও পড়ুন:বাবার সঙ্গে যেন পিতা-পুত্রের সম্পর্কই তৈরি হয়েছিল