অসংখ্য ক্রিকেট ভক্তের মন কেড়েছেন আম্পায়ার পশ্চিম পাঠক। স্রেফ হেয়ারস্টাইলেই আইপিএলে ভুবন মাত করে দিয়েছেন আম্পায়ার পশ্চিম পাঠক। কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে কাঁধ অবধি ঝাঁকড়া চুলেই সকলের নজর কাড়েন এই আম্পায়ার। নেটপাড়ায় মানুষজন এই আম্পায়ারের আলোচনায় এতটাই মশগুল যে, কেউ কেউ তাঁকে ২০১১ সালের ব্লকবাস্টার ছবি ‘রকস্টার’-এর রণবীর কাপুরের লুকের সঙ্গে তুলনা করে বসছেন!
তবে কেউ কেউ আবার স্টাইলিশ এই আম্পায়ারের সঙ্গে পাকিস্তানের জনপ্রিয় পাকিস্তানি মিউজিক প্রোডিউসার এবং গায়ক তাহের শাহের মিল খুঁজে পাচ্ছেন।
যদিও এই প্রথম বার নয়! এর আগেও খবরের শিরোনামে এসেছিলেন আম্পায়ার পাঠক। ২০১৬ সালের মার্চ মাসে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি-তে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ এবং ইংল্যান্ড একাদশের একটি ওয়ার্ম আপ ম্যাচে হেলমেট পরে আম্পায়ারিং করেছিলেন পশ্চিম পাঠক। সে বারও সকলকে একপ্রকার চমকে দিয়েছিলেন তিনি! আর এবার ঝাঁকড়া চুলেই বাজিমাত !

































































































































