বাবাদের সঙ্গে মিশতেন, আবার আমাদের সঙ্গেও

শাশ্বত চট্টোপাধ্যায়, অভিনেতা

0
2

সৌমিত্র জ্যেঠুর সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব মজার। আমরা যখন আউটডোরে কাজ করতাম, তখন তিনি কিছু লিখছিলেন। প্রতিরাতে ওনার ঘরে আড্ডায় বসা হত। উনি লিখতেন এবং পড়ে শোনাতেন। সামনাসামনি না দেখলে সেটা বলে বোঝানো যাবে না।

সৌমিত্র জেঠুকে দেখেছিলাম যেভাবে বাবাদের সঙ্গে মিশতেন, সেভাবেই আমাদের সঙ্গেও মিশতেন। বয়সের পার্থক্য অনেকটাই চলে গিয়েছিল, একসঙ্গে আড্ডা চলত। এমন শিক্ষিত মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায় শুধু অভিনেতা ছিলেন তা নয়, তিনি সাহিত্যিকও ছিলেন। এমন একজন মানুষ তাঁর থেকে অনেক কিছু শেখার ছিল। খুব খারাপ লাগছে।

আরও পড়ুন:বারবার মুগ্ধ হয়েছি, এই অভাব অপূরণীয়