মৃত্যুর কাছে পরাজিত ‘অপরাজিত অপু’

0
1

প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার ১২:১৫ নাগাদ বেলভিউ ক্লিনিকের পক্ষ থেকে এই খবর ঘোষণা করা হয়। ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা। ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ৪০ দিন লড়াইয়ের পর শেষ হলো তাঁর। তিনি রেখে গেলেন স্ত্রী দীপা চট্টোপাধ্যায় ও দুই পুত্র কন্যা সৌগত এবং পৌলমীকে।

১৯৩৫ সালের ১৯ জানুয়ারিতে কলকাতায় জন্ম হয় ‘অপু’র। তাঁর ছেলেবেলা কেটেছে কৃষ্ণনগরে। এরপর হাওড়া জেলা স্কুলে ভর্তি হন তিনি। সিটি কলেজ থেকে বাংলায় গ্রাজুয়েশন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ করেন তিনি।

১৯৫৯ সালে অপুর সংসার দিয়ে সিনেমায় প্রবেশ। প্রায় ৩০০-র বেশি সিনেমা করেন তিনি। ২০০৪ সালে পদ্মভূষণে সম্মানিত হন তিনি। ২০০৬ সালে পদক্ষেপ ছবির জন্য জাতীয় পুরষ্কার পান অভিনেতা। ২০১১ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান তিনি। ফ্রান্সের সর্বোচ্চ জাতীয় সম্মান লিজিয়ঁ দ্য নর সম্মান পান ২০১৮ সালে। সত্যজিৎ রায়ের ১৪টি ছবিতে অভিনয় করেছেন। ২০১২ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরষ্কার পান। ২০১৭ সালে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে পশ্চিমবঙ্গ সরকার।

আরও পড়ুন-দীপাবলির আনন্দে মাতলেন মহারাজ