কথা রাখলেন মুখ্যমন্ত্রী, প্রয়াত বিধায়ক গুরুপদ মেটের স্ত্রীকে চাকরি দিল সরকার

0
1

পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। করোনা আক্রান্ত হয়ে মৃত দলের বিধায়ক গুরুপদ মেটের স্ত্রীকে চাকরি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমি ও ভূমি সংস্কার দফতরের নিয়োগ পত্র দিয়েছে রাজ্য সরকার।

গত ১ অক্টোবর বাঁকুড়ার ইন্দাসের তৃণমূল বিধায়ক গুরুপদ মেটে করোনা আক্রান্ত হয়ে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। বিধায়কের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেন। ওইদিনই শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রী শ্যামল সাঁতরা প্রয়াত বিধায়কের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই গুরুপদ মেটের স্ত্রী রুনু মেটের হাতে ভূমি ও ভূমি সংস্কার দফতরের  নিয়োগপত্র তুলে দেন তিনি।

প্রয়াত বিধায়কের স্ত্রী রুনু মেটে বলেন, “দিদি ফোন করে খবর নিয়েছেন। অসহায় অবস্থা থেকে মুক্তির পথ খুঁজে দিয়েছেন তিনি। এই চাকরি একটা বড় প্রাপ্তি।” রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার কথায়, ” মন্ত্রীসভার মিটিং শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগপত্র আমার হাতে দেন। আমি নিয়োগপত্র বিধায়কের স্ত্রীর হাতে তুলে দিয়েছি। বিধায়ক গুরুপদ মেটের পরিবারের পাশে আমরা আছি।”

আরও পড়ুন:কোচবিহারের ব্যক্তিকেন্দ্রিক জনসংযোগে তৃণমূল নেতা