‘দীপবীর’-এর দ্বিতীয় বিবাহবার্ষিকী, ‘মেরি গুড়িয়া’ বললেন ‘বাজিরাও’

0
1

‘দীপবীর’-এর দু’বছর। ‘বাজিরাও-মাস্তানি’ সাতপাকে বাঁধা পড়েছিলেন আজ থেকে ঠিক দু’বছর আগে ১৪ নভেম্বর ২০১৮ সালে। আজ ‘রাম-লীলা’র দ্বিতীয় বিবাহবার্ষিকী। ‘আত্মা চিরতরে বিজড়িত’ এটাই রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের প্রেমের মর্ম। তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে রণবীর তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “শুভ দ্বিতীয় বিবাহবার্ষিকী, মেরি গুড়িয়া”। এখানে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ভালোবেসে ‘গুড়িয়া’ বলে ডেকেছেন।

 

আজ সকালেই অভিনেতা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন আজ সকালেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছবি পোস্ট করে এই শুভেচ্ছা বার্তা পাঠান। দীপিকা লিখেছেন, “একটি শুঁটিতে দুটি মটর। শুভ দ্বিতীয় বিবাহবার্ষিকী, তুমি আমাকে সম্পূর্ণ করেছ।”

প্রসঙ্গত, ১৪ নভেম্বর ২০১৮-তে ইতালির লেক কোমোতে বিয়ে করেছিলেন দীপিকা-দীপবীর। আজ তাঁরা নিজেদের অ্যালবাম থেকে কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। গতবছর দীপিকা-রণবীর প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন পাঞ্জাবের স্বর্ণ মন্দির এবং তিরুমালা তিরুপতি মন্দিরে গিয়ে। দীপিকা এবং রণবীর ২০১৮-তে তাদের বিয়ের সময় চূড়ান্ত গোপনীয়তায় বজায় রেখেছিলেন। দু’জায়গায় তাদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল। একটি পরিবারের জন্য এবং অন্যটি তাদের বলিউডের বন্ধুদের জন্য।

আরও পড়ুন-চোট নিয়েই আইপিএলে! রোহিত ৭০ শতাংশ ফিট, জানালেন সৌরভ