নিউটাউনে বিস্ফোরণের শব্দ, বিধ্বংসী আগুন! ভস্মীভূত অসংখ্য ঝুপড়ি

0
3

ঘোর অমাবস্যা। কালীপুজোর রাত। তার মধ্যেই ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ঘটনাস্থল নিউটাউন।
আগুন ভস্মীভূত অসংখ্য ঝুপড়ি। আলোর উৎসবের মাঝে হাহাকার। কান্না। সর্বস্বান্ত প্রচুর পরিবার। যদিও হতাহতের কোনও খবর এখন পর্যন্ত নেই।

কালীপুজোর রাতে নিউটাউনের গৌরাঙ্গনগরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। নিবেদিতাপল্লীর একটি বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। আশেপাশে ঝুপড়ি থাকায় আগুন নিমেষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, আগুনের কারণে প্রায় পাঁচটি গ্যাস সিলিন্ডারে ওই বিস্ফোরণ হয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন ছড়িয়ে পড়ার আগেই পুলিশ স্থানীয় এলাকা খালি করে দেয়। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন- ১৯শে সব বলব! কী বলবেন শুভেন্দু? মুখ্যমন্ত্রীর ছবি দিতে অস্বীকার, ক্ষুব্ধ অখিলের অভিযোগ