ওড়িশায় ঘরের ভিতর এক পরিবারের ৬জনের কম্বল মোড়া দেহ

0
2

ওড়িশার সোনাপদা জেলা একই পরিবারের ৬ জনের কম্বল মোড়া দেহ উদ্ধার। এলাকায় চাঞ্চল্য।মৃত্যু নিয়ে প্রবল ধন্দে পুলিশ। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বলাঙ্গির জেলার সোনাপোদা গ্রামের বাসিন্দা বুলু জেনা। স্ত্রী জ্যোতি ও চার সন্তান নিয়ে সংসার ছিল তাঁর। গত দশ বছর ধরে গ্রামে মধু সংগ্রাহক হিসেবে পরিচিতি ছিল তাঁদের।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত অশান্তি চলে এই পরিবারের। বুধবার, সারাদিন প্রতিবেশীরা কোনও সাড়াশব্দ পাননি। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে দেহগুলি উদ্ধার করে।

বলঙ্গির থানার পুলিশ সন্দীপ মানকর বলেন, এটি খুন না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। তবে প্রশ্ন হচ্ছে,
যদি আত্মহত্যা হয়, তাহলে ছটি দেহকেই কম্বল চাপা দিল কে?
ছজনই আত্মহত্যা করেছেন?
নাকি এক বা দুজন বাকিদের মেরে আত্মঘাতী হয়েছেন?
এসব জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-ঘুমন্ত ৪ জনকে পিটিয়ে খুন, কারণ নিয়ে ধোঁয়াশা