অভিজাত আবাসনে বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ

0
2

হাইকোর্টের নির্দেশকে অমান্য করে আবাসনে দেদার বাজি ফাটছিল। আর তা বন্ধ করতে গিয়ে বালি থানা এলাকায় একটি আবাসনে কয়েকজন বাসিন্দার কাছে আক্রান্ত পুলিশ। গতকাল, বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে বেলুড়ের একটি বেসরকারি হাসপাতালের কাছে।

এই ঘটনায় কমপক্ষে ৭ জন পুলিশকর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। যাঁদের মধ্যে দু’জন এখন বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ। তাদের বিরুদ্ধে কড়া ধারায় মামলা করবে পুলিশ। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন-ওড়িশায় ঘরের ভিতর এক পরিবারের ৬জনের কম্বল মোড়া দেহ