বেচারামের বাড়ি গিয়ে সৌজন্য বিনিময় প্রবীর ঘোষালের

0
3

হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার বাড়িতে গিয়ে দেখা করলেন হুগলি জেলা তৃণমূলের মুখপাত্র তথা উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। বৃহস্পতিবার, বিধায়ক বেচারাম মান্নার পদত্যাগ পত্র বিধানসভার স্পিকারের কাছে জমা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন : অধীরে অসন্তোষ, চূড়ান্ত ক্ষুব্ধ সোমেনপুত্ররা কী ভাবছেন?

এমনিতেই হুগলি জেলায় শাসকদল দলে দীর্ঘদিন গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা রয়েছে বলে অভিযোগ। হুগলি জেলার নতুন কমিটি গঠনের পরে তা আরও বেড়েছে। বিভিন্ন জায়গায় নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনেককেই। কিছুদিন আগেই সিঙ্গুরের বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য দলে থাকবেন কি না ভেবে দেখার কথা বলেন।এরপর আবার হরিপালের বিধায়ক বেচারাম মান্নার পদত্যাগ পত্র জমা দেওয়া নিয়ে শুরু হয় শোরগোল।

আরও পড়ুন : স্পিকারের কাছে বিধায়ক পদে ইস্তফাপত্র বেচারামের, সিঙ্গুরে গণ-পদত্যাগ কর্মসূচি অনুগামীদের

শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু হুগলি তৃণমূলের একের পর এক ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্ন, তৃণমূলের এই আচরণকে পরোক্ষভাবে বিজেপির হাতে শক্ত করছে না।