দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে হইচই। পেল্লাই সাইজের মাছ নিয়ে নানা আলোচনা। কী ব্যাপার?
জানা গেছে, আর পাঁচটা দিনের মতো মোহনায় মাছ ধরতে গিয়েছিলেন এলাকার মৎস্যাজীবীরা। ওই সময়, দিঘা মোহনার মা অন্নদায়িনী ট্রলারে ধরা পড়ে ২৭ কেজি ওজনের একটি তেলিয়া ভেটকি।
আরও পড়ুন : অভিজাত আবাসনে বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ
এই ধরনের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। কিন্তু প্রজননের জন্য উপকূলে এসে ধরা পড়ে যায় মাছটি। নিলামের জন্য বাজারে মাছটি আনার পর থেকেই দরদাম শুরু হয়ে যায় দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের সুধীর ভূঁঞার এসসিবি কাঁটায়। জালে যে এত বড় মাছ ধরা পড়তে পারে, তা কখনই কল্পনা করতে পারেননি মৎস্যজীবীরা। এতবড় ভেটকি মাছকে একটি বার চাক্ষুস করার জন্য এবং কেনার জন্য ভিড় লেগে যায়।
আরও পড়ুন : অবশেষে আমফানের ক্ষতিপূরণের জন্য বাংলাকে অর্থ সাহায্য কেন্দ্রের

যদিও অনেক দর দামের পর শেষ পর্যন্ত ১৬ হাজার টাকা কেজি দরে ২৭ কিলোর এই মূল্যবান তেলিয়া ভেটকি মাছটি চার লক্ষ টাকার বিনিময়ে কিনে নেন কলকাতার সান কোম্পানির কর্ণধার স্বপন বর্মন।



































































































































