অবশেষে আমফানের ক্ষতিপূরণের জন্য বাংলাকে অর্থ সাহায্য কেন্দ্রের

0
8

অবশেষে আমফানের ক্ষতিপূরণের জন্য বাংলাকে টাকা বরাদ্দ করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের কমিটি দেশের ছটি রাজ্যের জন্য 4381 কোটি 88 লাখ টাকা অতিরিক্ত অনুমোদন করেছে। রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ ও সিকিম। সুপার সাইক্লোন ‘আমফান’ এবং ‘নিসর্গ’, বন্যা, ধস- এইসব ক্ষেত্রেই ছটি রাজ্যকে অর্থসাহায্য মঞ্জুর করা হয়েছে।

করোনা পরিস্থিতির সংকটকালে আমফানে ক্ষতিগ্রস্ত হয় বাংলা। কিন্তু সেই সময় কেন্দ্রের তরফে এককালীন হাজার কোটি টাকা দেওয়া হলেও আর কোনো টাকা দেওয়া হয়নি। এ বিষয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, করোনার কালে রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ, উন্নয়নমূলক কাজ এবং সরকারি কর্মীদের বেতন চালু রাখতে সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়েছে। এর সঙ্গে আমফানের ক্ষয়ক্ষতি মেটাতে সমস্যায় পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। কিন্তু তারপর বিভিন্ন সময় কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণা হলেও বাংলার প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আলাদা করে কোনো বরাদ্দ হয়নি।

আরও পড়ুন:‘পালটি’ খেলেন নীতীশ, ‘ওকথা আমি বলিনি’

এতদিন পর এই বরাদ্দ হওয়ায় এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে বিশেষজ্ঞ মহল। তাদের মতে, 2021কে সামনে রেখেই বাংলার মানুষকে এই অনুদান বরাদ্দ।