বৃহস্পতিবার হুগলি জেলার বলাগড় বিধানসভার বলাগড় ব্লক জুড়ে শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানো হয়েছে বিভিন্ন জনবহুল এলাকায়। সবথেকে বড় বিষয় হলো জিরাটের বলাগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের গেটের বাইরে শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানো হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে এই নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।


তৃণমূল কংগ্রেসের বলাগড় ব্লক সভাপতি নবীন গাঙ্গুলী বলেন ১৯৯৮ সালের দল গঠন হওয়ার পরে কোনো অনুগামী বলে কথা ছিল না। শুভেন্দু অধিকারী দলের নেতা তিনি উচ্চ পদস্থ তৃণমূল দলের একজন লিডার। বলাগড় বিধানসভা যখন আবার ঘুরে দাঁড়াতে চাইছে সেই সময় বিরোধীরা এই কাজ করতে পারে বলে তার অনুমান।

অন্যদিকে বিজেপি নেতা নেপাল দাস বলেন, ” তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে। পাশাপাশি তাঁর ভাইদেরও মাথা খারাপ হয়ে গেছে। নবনিযুক্ত ব্লক সভাপতির নবীন গাঙ্গুলী সবেমাত্র নতুন পদ পেয়েছে তারই মধ্যে মাথা খারাপ হয়ে গেছে তার। এরকম নোংরা রাজনীতি ভারতীয় জনতা পার্টি করেন না। এটা তৃণমূল দলেরই একটা নোংরা রাজনীতি। বিজেপি দলের একটা ভাঙ্গন ধরাতে চেস্টা করছে। ”
আরও পড়ুন : ‘মেদিনীপুর কখনও মাথা নত করেনি, ওরা দেখবে আর কাঁদবে’, ঘাটালের মঞ্চে সরব শুভেন্দু
নবীন গাঙ্গুলী সদ্য নবনির্বাচিত হয়ে ব্লক সভাপতির দায়িত্ব পেয়েছে এমনও হতে পারে যে তার দিকে আঙ্গুল উঠতে পারে এরকম একটা ইঙ্গিত দিলেন বিজেপি নেতা নেপাল দাস।




































































































































